Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অত্র কার্যালয়ের আওতাধীন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রসমূহের বার্ষিক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত।
বিস্তারিত

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সিস্টেম অপারেশন ও বিতরণ (এসওডি)-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বার্ষিক উপকেন্দ্র রক্ষণাবেক্ষণ একটি। অত্র কার্যালয়ের আওতাধীন শেরপুর পবিসের ০৩টি ইনডোর, ০১টি সুইচিং ও ০৭টি আউটডোরসহ মোট ১১টি এবং জামালপুর পবিসের ০৮টি ইনডোর, ০১টি সুইচিং ও ১০টি আউটডোর উপকেন্দ্রসহ মোট ১৯টি উপকেন্দ্র রয়েছে। উক্ত ৩০টি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ পবিস নির্দেশিকা ১০০-২৯ অনুসারে এতদসাথে সংযুক্ত সিডিউল মোতাবেক এবং অত্র কার্যালয়ের কর্মকর্তাগণের তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে। শেরপুর ১৩২/৩৩ কেভি এবং জামালপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বে-ব্রেকার, বাস ও অন্যান্য ইক্যুইপমেন্টের বার্ষিক রক্ষণাবেক্ষণ পিজিসিবি’র উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের সাথে সমন্বয় করার জন্য সিডিউল পরিবর্তন হতে পারে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের পূর্বে নিম্নবর্ণিত বিষয়সমূহ নিশ্চিতকরণসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবেঃ

 

(ক)

প্রতিটি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের ০৭(সাত) দিন পূর্বেই উপকেন্দ্রের বিভিন্ন ইক্যুইপমেন্টসমূহের (পাওয়ার ট্রান্সফরমার, ভোল্টেজ রেগুলেটর, OLTC) তেলের নমুনা আলাদা আলাদাভাবে অব্যবহৃত কাঁচের পাত্রে স্যাম্পল সংগ্রহ করতে হবে। উক্ত স্যাম্পল সিস্টেম অপারেশন ওয়ার্কশপ, আরইবি, সাভার, ঢাকা অথবা পবিসের সদর দপ্তরে বিদ্যমান ওয়ার্কসপে টেষ্টিং ফ্যাসিলিটি থাকলে পবিসের ওয়ার্কসপে অত্র কার্যালয়ের প্রতিনিধির উপস্থিতিতে টেষ্ট করতে হবে। টেষ্ট রিপোর্ট উপকেন্দ্র রক্ষণাবেক্ষণের পূর্বেই অত্র কার্যালয়ে পাঠাতে হবে এবং টেষ্ট রিপোর্ট রক্ষণাবেক্ষণ কাজের সময় ফিল্ডে রাখতে হবে। কোন ইক্যুইপমেন্টের তেলের রেজাল্ট সন্তোষজনক না হলে তেল পরিবর্তন করা এবং ইক্যুইপমেন্টসমূহের তেলের লেভেল কমে গেলে তা পূরণ করা জন্য নতুন তেল সংগ্রহ করে মজুদ রাখতে হবে। মজুদকৃত নতুন তেলও অত্র কার্যালয়ের প্রতিনিধির উপস্থিতিতে টেষ্টপূর্বক টেষ্ট ফলাফল সন্তোষজনক প্রাপ্তি সাপেক্ষে সাইটে নিতে হবে।

(খ)

রক্ষণাবেক্ষণ কাজের জন্য সংযুক্ত তালিকা মোতাবেক প্রয়োজনীয় মালামাল/খুচরা যন্ত্রাংশ/টুলস মজুদ রাখা এবং প্রয়োজনীয় লোকবলের সংস্থান করা।

(গ)

উপকেন্দ্রের আঙ্গিনা পরিষ্কারকরণ, গর্ত ও বন্যা/অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ জায়গা ভরাটকরণ, ফেন্সিং এবং যন্ত্রপাতি পেন্টিং-এর প্রয়োজন হলে তা রক্ষণাবেক্ষণ কাজের পূর্বেই সম্পন্ন করা।

(ঘ)

একই স্থানে সম্পূর্ণ আলাদা বাসবারসহ একাধিক ইউনিট থাকলে আলাদা উপকেন্দ্র বিবেচনা করতঃ প্রতিটি ইউনিটের জন্য প্রয়োজনীয় মালামাল, টুলস ও লোকবল নিশ্চিত করা।

(ঙ)

রক্ষণাবেক্ষণ কাজের দিনে ৩৩ কেভি সাট-ডাউন নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের (শিল্প ও বাণিজ্যিক) পত্র ও মোবাইলের মাধ্যমে অবহিত করাসহ সর্ব-সাধারণের জ্ঞাতার্থে মাইকিং করা। উঠান বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা এবং পবিসের ওয়েবসাইটে উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ সিডিউল প্রকাশ করা।

(চ)

কোন ৩৩ কেভি বা ১১ কেভি ফিডারের মাধ্যমে পাওয়ার উপকেন্দ্রে ব্যাকফিড না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। যে উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে ঐ উপকেন্দ্রের সাথে সংশ্লিষ্ট ৩৩ কেভি ও ১১ কেভি ফিডারের রাইট-অফ-ওয়ের কাজ উক্ত দিনেই করা বাঞ্ছনীয়।

(ছ)

উপকেন্দ্রে স্থাপিত ভোল্টেজ রেগুলেটর এবং এসিআর/ওসিআর/ভিসিবি-এর নষ্ট প্যানেল বোর্ডসমূহ মেরামতকরণ এবং নষ্ট ব্যাটারি পরিবর্তনকরণের কাজ বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের পূর্বেই সম্পন্ন করা।

(জ)

পাওয়ার ট্রান্সফরমার, স্টেশন ট্রান্সফরমার, ভোল্টেজ রেগুলেটর, OLTC-এর Breather-এ ব্যবহারকরণের জন্য পর্যাপ্ত সিলিকা জেলের ব্যবস্থা রাখা।


(ঝ)

পবিস নির্দেশিকা ১০০-২৯ এর সেকশন-৮.৮ অনুসারে ভোল্টেজ রেগুলেটর রক্ষণাবেক্ষণ করা।

(ঞ)

রক্ষণাবেক্ষণের সময় প্রতিটি উপকেন্দ্রের সকল গ্রাউন্ডিং ম্যাশের সাথে যথাযথভাবে সংযু্ক্ত আছে কিনা তা নিশ্চিত করতে হবে। এছাড়াও পাওয়ার ট্রান্সফরমার, ভোল্টেজ রেগুলেটর, এসিআর/ভিসিবি, ইনডোর উপকেন্দ্রের বিভিন্ন প্যানেলের গ্রাউন্ডিং ম্যাশের সাথে সংযোগ নিশ্চিতকরণের জন্য কানেক্টরগুলো লুস/পোড়া আছে কিনা তা মাটি খুড়ে নিশ্চিত করা।

(ট)

কোন অবস্থাতেই DS, ES Contacts এ PENETROX ব্যবহার করা যাবে না। খুব বেশি দরকার হলে High Quality Grease ব্যবহার করতে হবে।

(ঠ)

ইতিমধ্যে ময়মনসিংহ জোনের কয়েকজন সহকারী প্রকৌশলী, এজিএম (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি)-গণকে “Operatration & Maintenance of Indoor Substation” শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইনডোর উপকেন্দ্র রক্ষণাবেক্ষণের সময় বর্ণিত বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাকে আবশ্যিকভাবে সকল ইনডোর উপকেন্দ্রে গমণ করে রক্ষণাবেক্ষণ কাজ মনিটরিং করা নিশ্চিত করতে হবে।

প্রতিটি Indoor উপকেন্দ্রের সকল প্যানেলের ভেতরের দিক ভ্যাকুয়াম ক্লিনার এবং ব্লোয়ার মেশিন দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এক্ষেত্রে ০১টি Vacuum Cleaner ও ০১টি Blower Machine জরুরীভিত্তিতে ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

(ড)

Battery Electrode-এর পানির লেভেল Maximum ও Minimum এর মধ্যে রাখতে হবে। পানির লেভেল কমে গেলে অবশ্যই ডি-আয়োনাইজড পানি দ্বারা Electrode এর পানির লেভেল ঠিক রাখতে হবে। এজন্য প্রতিটি উপকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ ডি-আয়োনাইজড ওয়াটার মজুদ রাখতে হবে ও ব্যাটারির পানির Specific gravity এর পরিমাণ টেস্ট করার জন্য প্রতিটি উপকেন্দ্রে Hydrometer রাখতে হবে (না থাকলে ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে)।

(ঢ)

পবিস নির্দেশিকা ১০০-২৯ অনুযায়ী পবিসের সদর দপ্তরে উক্ত পবিসের আওতাধীন সকল উপকেন্দ্রের বিভিন্ন তথ্য (যেমনঃ As-Built Drawing & Design (Civil, Electrical & Connection), SLD, ইক্যুইপমেন্টের নেমপ্লেট ডাটা, লোড প্রোফাইল, রিলে সেটিং, বরাদ্দকৃত লোড, ইক্যুইপমেন্টের বিভিন্ন টেষ্ট রিপোর্ট, রেকর্ড কার্ড, মাসিক/বার্ষিক রক্ষণাবেক্ষণের কাগজাদি, পাওয়ার ফ্যাক্টর স্ট্যাডি/ফেজ ব্যালেন্সিং/ভোল্টেজ স্ট্যাডি প্রতিবেদন, দূর্ঘটনা সংঘটিত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণসহ বিভিন্ন প্রতিবেদন) সম্বলিত উপকেন্দ্র ভিত্তিক আলাদা আলাদা ফাইল সংরক্ষণ করা বাধ্যতামূলক। পূর্ববর্তী বছরগুলোতে রক্ষণাবেক্ষণ কালে প্রাপ্ত টেষ্ট ডাটা, রিপোর্ট ও অন্যান্য ডকুমেন্ট রক্ষণাবেক্ষণের দিন উক্ত উপকেন্দ্রে রাখতে হবে। 

(ণ)

ইনডোর এবং আউট-ডোর উপকেন্দ্র রক্ষণাবেক্ষণের পর ৩৩ কেভি ও সকল ১১ কেভি ফিডারের বিভিন্ন ডাটা (ভোল্টেজ, কারেন্ট, kWh, kVar, PF, Instantenious Load) লিপিবদ্ধপূর্বক অত্র কার্যালয়ে প্রেরণ এবং উপকেন্দ্র ভিত্তিক ফাইলে সংরক্ষণ করতে হবে। এছাড়াও উপকেন্দ্রের লগবইয়ে লিপিবদ্ধকরত স্বাক্ষর করতে হবে। 

(ত)

উপকেন্দ্র রক্ষণাবেক্ষণের কমপক্ষে ১৫(পনেরো) দিন পূর্বে সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণতব্য উপকেন্দ্রের বিপরীতে দায়িত্বপ্রাপ্ত লোকবলের তালিকা নির্দিষ্ট করত অফিস আদেশের কপি অত্র কার্যালয়, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়, আরইবি, ময়মনসিংহ জোন এবং সিস্টেম অপারেশন পরিদপ্তর, আরইবি, ঢাকা-কে অবহিত করতে হবে।


২।     এমতাবস্থায়, সংযুক্ত সিডিউল মোতাবেক উপর্যুক্ত বিষয়সমূহ নিশ্চিত করে উপকেন্দ্রসমূহের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

       উল্লেখ্য, উপকেন্দ্রের বার্ষিক সিডিউলের পরিবর্তনের প্রয়োজন হলে বা কোন সমস্যা থাকলে তা নিম্ন স্বাক্ষরকারীকে পত্রের মাধ্যমে অবহিতকরণের জন্য অনুরোধ করা হল।

সংলাগঃ  ১। রক্ষণাবেক্ষণ সিডিউল।

            ২। প্রয়োজনীয় মালামাল, টুলস এবং লোকবলের তালিকা।

            ৩। উপকেন্দ্র রক্ষণাবেক্ষণ ফরম (১০০-২৯-০১ হতে ১০০-২৯-১৬ (ভার্সন-১))।                     

                                                                                                                                                                                         (মোঃ শাহ্জালাল নির্ঝর)

অনুলিপিঃ (জ্যৈষ্ঠতার ক্রমানুসারে নয়)                                                                                                                             নির্বাহী প্রকৌশলী (এসওডি)         

১। প্রধান প্রকৌশলী (প্রকল্প/প্ল্যানিং এন্ড অপারেশন), আরইবি, ঢাকা।

২। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আরইবি, ময়মনসিংহ জোন/এসপিডি।

৩। পরিচালক, সিস্টেম অপারেশন পরিদপ্তর/অর্থ/হিসাব/পবিস মনিটরিং ও ব্যঃ পঃ (কেন্দ্রীয় অঞ্চল), আরইবি, ঢাকা।

৪। নির্বাহী প্রকৌশলী, উপকেন্দ্র নির্মাণ বিভাগ, আরইবি, ঢাকা।

৫। একান্ত সচিব, সদস্য (পিএন্ডডি/ডিএন্ডও), আরইবি, ঢাকা।

৬। জনাব--------------------------------------------------।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
13/11/2023
আর্কাইভ তারিখ
31/05/2024